তুলা রাশি (Libra Rashifal) – আজ কাজের প্রতি উৎসাহ থাকবে। নতুন কিছু করে দেখানোর ইচ্ছে দেখা দেবে। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ব্যবসায় আটকে থাকা কাজ শেষ করতে পারবেন।
ব্যবসায় নতুন কোন দায়িত্ব নিতে পারেন। নতুন কোন দায়িত্ব পেতে পারেন আপনি। কাজের জায়গায় পরিবর্তন হতে পারে। পরিবারে কারোর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বন্ধুদের সাথে ট্রাভেল করার প্ল্যান করতে পারেন আপনি। আজ আপনার জন্য শুভ রঙ হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ২।
বৃশ্চিক রাশি (Scorpio Horoscope) – ধার্মিক কাজের রুচি বাড়বে। আপনাকে লড়াই ঝগড়া করার জন্য প্রভোক করতে পারে। ব্যবসায় উন্নতি হবে বলা যায়। সিনিয়র বা বস বা আধিকারিকদের সঙ্গে কমিউনিকেশন ঠিক করতে পারবেন।
জীবন সাথী বা লাভ পার্টনার সঙ্গে ভালো সময় কাটাবেন। রাগের উপর কন্ট্রোল লাগার চেষ্টা করুন। গ্ৰুপ ডিসকাশন এর মাধ্যমে লাভ পাবেন। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল দুই।
ধনু রাশি (Sagittarius) – অলসতা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। অন্যথায় কাজের জায়গায় বা ব্যবসায় কোন সুযোগ হাতছাড়া হতে পারে। বিনিয়োগ করতে যাবেন না। আজ কাউকে টাকা ধার দিতে যাবেন না। কাজের জায়গায় সময় কাজ শেষ করতে চেষ্টা করুন। গাড়ি চালানোর সময় যথেষ্ট সতর্ক থাকুন। এবং শুভ সংখ্যা হল আজ ৮।