তুলা ও বৃশ্চিক রাশির আজকের রাশিফল ৩ সেপ্টেম্বর

Libra and Scorpio Ajker Rashifal 18 November

1তুলা রাশির আজকের রাশিফল

তুলা রাশি (Libra Ajker Rashifal): আজ আপনাকে ব্যবসায়ীক বা পেশাদার মনোভাব নিয়ে চলতে হবে। অর্থাৎ কিসে আপনার লাভ ক্ষতি তা বিচার করে এগিয়ে যেতে হবে। তার জন্য আজ সকালেই গোটা দিনটা পরিকল্পনা মাফিক ছকে নিন।  

ব্যবসা: যাঁরা ফলমূল, শাক সবজি, এমনকি ড্রাই ফ্রুটের ব্যবসা করেন বা যাঁরা স্পা স্যাঁলো জিম রোস্তোরা, জিমের মতো ব্যবসার সঙ্গে যুক্ত অথবা কনস্ট্রাকশন মাইনিং ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের লাভের পরিমান বাড়বে। 

চাকরি: কাজের জায়গায় আজ আপনি ভাল সাফল্য পাবেন। যার ফলে আপনার উৎসাহ উদ্দিপনা আরও বৃদ্ধি পাবে। তার ফলে আপার কিছু সমস্যাও কমবে। আজ আপনি ভাল কিছু খবর পেতে পারেন।  

পরিবার: কোনও প্রিয়জনের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা আপনার রবিবারকে আরও সুন্দর করে তুলতে পারে। সামাজিক এবং খুশিতে ভরপুর দিন কাটবে আজ। পরিবারের সদস্যদের সঙ্গে আজ আনন্দময় দিন কাটবে। আপনার ছোট ভাই বোন বা দাদা দিদিরা আপনার সাহায্য় করবে। প্রেমিক প্রেমিকা এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হবে। 

শিক্ষা: ছাত্রছাত্রী  খোলায়ড় শিল্পীদের আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তাই আজ সব কাজ সময়ে শেষ করুন। আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। 

স্বাস্থ্য: স্বাস্থ্য নিয়ে আপনি যদি সত্যি সত্যি সতর্ক থেকে থাকেন তবে তা আপনার আজ এবং আগামী দিনে ভাল ফল দেবে।

Back

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here