তুলা রাশি (Libra Horoscope) – আজ কারোর সঙ্গে মতভেদ থাকলে তা ভুলে সব ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন। অধিক সময় কাটাতে চেষ্টা করুন। লোহা, কেমিক্যাল, পেট্রোল, তেল, ট্রান্সপোর্ট, মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা লাভ পাবেন।
কাজের জায়গায় চাপ একটু কম থাকবে। কাজের ক্ষেত্রে সিনিয়র বা আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে দিনটি বেশ ভালো থাকবে বলা যায়।
আজ রিসার্চ করে সমস্ত কাজ করতে হবে আপনাকে। সামাজিক ক্ষেত্রে আপনার কাজ অন্যদের উপর প্রভাব ফেলবে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ১।
বৃশ্চিক রাশি (Scorpio) – পুরনো মানসিক বা শারীরিক কোন সমস্যা থাকলে তা দূর হবে। ব্যবসায় আজ কিছু পরিবর্তন করতে পারেন আপনি। কাজের জায়গায় সহকর্মীরা আপনার কাজে সাহায্য করবেন।
দাম্পত্য জীবনে এবং লাভ লাইফে চেষ্টা করুন কথা বলার সময় ভাবনা চিন্তা করে কথা বলার। স্বাস্থ্য আজ ভালো থাকবে। আজ আপনার জন্য শুভ রং হল সিলভার এবং শুভ সংখ্যা হল ২।