1তুলা রাশির আজকের রাশিফল
তুলা রাশি (Libra): আমদানি কী ভাবে বাড়ে, টাকায় আরও টাকা কী ভাবে ইনকাম করবেন তা চিন্তা করুন। সেই সঙ্গে আজ দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস এবং তথ্যাদি গুছিয়ে রাখুন।
ব্যবসা: আজ গ্রহের আবস্থান আপনার পক্ষে। যাঁরা বিল্ডিং মেটিরিয়াল, সম্পত্তি কেনা বেচা, পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরা কোনও প্রজেক্ট আজ চাইলে এগিয়ে নিয়ে যেতে পারেন। চাপ নেবেন না। বরং প্রচেষ্টা চালিয়ে যান। আপনার চেষ্টাই আজ আপনাকে সাফল্য এনে দেবে।
চাকরি: কাজের জায়গায় আজ সাফল্য পেতে গেলে আপনাকে লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং পরিকল্পনা করে এগিয়ে গেলে আপনি সাফল্য পাবেনই। কাজের জায়গায় আজ আপনি সিনিয়র হোক বা জুনিয়ের সবার সাহায্য পাবেন। দিন আপনার জন্য আজ বেশ ভাল।
পরিবার: আজ আপনার পরিকল্পনা নিয়ে কারোর সঙ্গে আলোচনা করবেন না। নিজের পরিকল্পনা কাউকে না বলাই ভাল আজ। সামাজিক মাধ্যম হোক বা সমাজে কারোর সঙ্গে কোনও কথা বলা বা লেখালেখি করার সময় সতর্ক থাকুন। পারলে এই সব কাজ থেকে বিরত থাকুন। বিতর্ক তৈরি হতে পারে।
শিক্ষা: স্টুডেন্ট আর্টিস্ট এবং প্লেয়ার আজ কাজের সঙ্গে সঙ্গে যত বেশি যোগাভ্যাস খেলাধুলো করবেন ততই আপনার জন্য ভাল।
স্বাস্থ্য: স্বাস্থ্য আজ আপনার আগের থেকে ভাল থাকবে। তাই চিন্তার কোনও কারণ নেই। চেষ্টা করুন আজ চিকিৎসকের পরামর্শ মতো চলতে।
আজ আপনার জন্য শুভ রং হল কমলা শুভ সংখ্যা ৬ এবং ইংরেজির Y অক্ষরটি আপনার জন্য শুভ ফল দেবে।