তুলা রাশি – আজ কাউকে সাহায্য করতে পারেন এবং কারোর সাহায্য পেতেও পারেন। ক্যারিয়ারে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নিয়ম-কানুন পালন করতে চেষ্টা করুন।
অন্যথায় সমস্যা বাড়তে পারে। আজ গ্রাহকদের সঙ্গে কমিউনিকেশন ঠিকঠাক করার চেষ্টা করুন। চিন্তা কম করতে হবে আপনাকে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো সাদা এবং শুভ সংখ্যা হল ৮।
বৃশ্চিক রাশি – আজ কাউকে সাহায্য করার চেষ্টা করুন। যারা গভর্মেন্ট কাজের সঙ্গে যুক্ত তার লাভ পাবেন। তবে দায়িত্ব বাড়তে পারে। যারা প্রপার্টি ডিলিং এর সঙ্গে যুক্ত তারা আইনিভাবে সতর্ক থাকার চেষ্টা করুন।
ছাত্র-ছাত্রীদের পারফরম্যান্স ভালো থাকবে। আজ কাউকে কোন চট জলদি প্রতিক্রিয়া দিতে যাবেন না। ভাবনা চিন্তা করে কথা বলুন। সন্তানের শিক্ষার উপর নজর দিন।
আপনি নিজে সন্তান হলে আপনার বাবা কিংবা মায়ের সাথে আপনার সমস্যার কথা শেয়ার করুন। রাজনীতিবিদদের জন্য সময় ভালো থাকবে আজ। অফিসিয়াল বা অফিসিয়াল কারণে ট্রাভেল করতে হতে পারে। আজ আপনার জন্য শুভ রঙ হলো নীল এবং শুভসংখ্যা হল ৩।