তুলা রাশি (Libra Horoscope) – আজ সাহসে বৃদ্ধি পাবে। মনে উৎসাহ বজায় রেখে কাজ করতে চেষ্টা করুন। কাজের জায়গায় পরিশ্রমের ফল পাবেন। লাগাতার পরিশ্রম করে যাওয়ার চেষ্টা করুন।
ব্যবসায় আজ কোন সমঝতা করতে হতে পারে আপনাকে। ছাত্রছাত্রীরা আজ পরিবারের সাপোর্ট পাবেন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ঘোরার বা আনন্দ করার বা মজা করার সুযোগ পাবেন।
রাজনীতিতে ওভার কনফিডেন্ট হতে যাবেন না। আজ আপনার জন্য শুভ রঙ হল নীল এবং শুভ সংখ্যা হল ৪।
বৃশ্চিক রাশি (Scorpio Ajker Rashifal) – আজ ফাইনান্সিয়াল গ্রোথ সম্ভব হবে। চাকরির জায়গায় নিজের বুদ্ধি কে কাজে লাগিয়ে কাজ করুন। ব্যবসায় দিনটি ভালো কিন্তু বড় কোন লাভের চক্করে লোভে জড়িয়ে পড়তে পারেন।
ছাত্রছাত্রীরা আজ প্রফেশনালি চিন্তাভাবনা করতে চেষ্টা করুন। আজ পরিবারের কাউকে কোনো উপহার দিতে পারেন। আজ অতিরিক্ত তেলে ভাজা জিনিস খাওয়া এড়িয়ে চলুন। আজ আপনার জন্য শুভ রঙ হল লাল এবং শুভ সংখ্যা হল ২।