সিংহ রাশির আজকের রাশিফল ৮ নভেম্বর

Leo Today Rashifal in Bengali 1 December

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

সিংহ রাশি: মন আজ শান্ত রাখুন। না হলে তা বিচলিত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আশান্ত মন আজ আপনাকে এবং আপনার দিনকে অশান্ত করে তুলতে পারে। 

ব্যবসা: ব্যবসায়ীদের আজ ব্যবসার কারণেই যাত্রা করতে হতে পারে। তবে যাত্রায় গিয়ে সতর্ক থাকবেন। না হলে কিছু উপর নিচ হতে পারে।  

চাকরি: কাজের জায়গা বা অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে আজ আপনি যদি প্রেজেন্টেশন দিতে যান তবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে যান। আপনি কারোর মার্গদর্শন পাবেন। তাতে আপনার কাজ কিছুটা সহজ হয়ে যাবে। 

পরিবার: নতুন প্রজন্মকে আজ নিজের সঙ্গীর উপর রাগ করা থেকে বিরত থাকতে হবে। ক্রোধ বা অন্য যে কোনও নেগেটিভ আবেগ থেকে দূরে থাকুন। না হলে বড় সমস্যা তৈরি হতে পারে। মোবাইল ল্যাপটপ টিভি থেকে বেরিয়ে এসে পরিবারকে সময় দিন। পরিবারের সদস্যদের হেল্প করুন। কাজ ভাগ করে নিন। 

শিক্ষা: শিক্ষার্থী খেলোয়াড় এবং শিল্পীদের ক্ষেত্রে দিন ভালই যাবে। তবে প্রস্তুতি সম্পূর্ণ মন দিয়ে করুন। না হলে দিনের শেষে পস্তাতে হবে। 

স্বাস্থ্য: স্বাস্থ্য ভাল থাকবে। চিন্তা করবেন না। শুধু মরসুমি অসুখ থেকে দূরে রাখার চেষ্টা করুন নিজেকে। আজকের শুভ রং ও শুভ সংখ্যা ৮ নভেম্বর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here