সিংহ রাশি: আজ স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার সঙ্গে অথবা বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনও মতভেদ থাকে তা মিটিয়ে ফেলুন। আপনার ভুল হলে ক্ষমা চেয়ে নিন।
অন্যের ভুল হলে ক্ষমা করে দিন। মন খুলে আজ মনের কথা বলুন। তবে নিজের গোপন রহস্য কাউকে বলতে যাবেন না। সামাজিক এবং রাজনৈতিক স্তরে আপনার ওয়ার্কি এফিসিয়েন্সি আপনার কাজের পদ্ধতিকে আরও উন্নত করবে।
ব্যবসা: আজ গ্রহের অবস্থান আপনার পক্ষে রয়েছে। তাই মার্কেটে আটকে থাকা কাজ উদ্ধার হবে। ফেঁসে থাকা টাকা উদ্ধার হবে। ব্যবসায় নতুন কিছু লোকের সঙ্গে যুক্ত হওয়া বা নতুন প্রযুক্তি আমদানির বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে।
চাকরি: কাজের জায়গায় আপনার কাজের পরীক্ষা এবং প্রশংসা হবে। তার ফলে আপনার উপকারই হবে আজ।
পরিবার: প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজ লং ড্রাইভে যাওয়া বা হাসিখুশি মুহূর্ত কাটানোর সুযোগ আসবে আপনার সামনে। পরিবারে কোনও শুভ মাঙ্গলিক কাজ কারর প্রস্তাব আসতে পারে।
শিক্ষা: ছাত্রছাত্রী খেলোয়াড় এবং শিল্পীরা আজ সাফল্য পাবেন। তবে আজ গাছাড়া মনোভাব আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই আগের থেকে সতর্ক থাকুন।
স্বাস্থ্য: আজ যাত্রা করতে হলে সতর্ক থাকুন। নাহলে আপনাকে রাস্তায় বেরিয়ে কোনও বিপদে পড়তে হতে পারে।