সিংহ রাশি: বুদ্ধিমত্তার সঙ্গে আজ যে কোনও সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করুন। সামাজিক স্তরে আজ আপনি ঝুঁকি ভরা কাজ করা থেকে বিরত থাকুন। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বা রাজনৈতিক ব্যক্তিত্বরা আজ ভাল কোনও খবর পেতে পারেন।
ব্যবসা: পরাক্রম এবং ধ্রুব যোগের ফলে ব্যবসায় নতুন ক্রেতা যুক্ত হওয়া নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া কাজ এগিয়ে যাবে। আপনার আটকে থাকা কাজ উদ্ধার হবে। যাঁরা ট্র্যুর ট্রাভেলস এবং হোটেল রেস্তোরাঁর ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদরে আজ ব্যবসা আগের থেকে ভাল যাবে।
চাকরি: কাজের জায়গায় আপনার হাসি এবং সবার সঙ্গে মিশুকে স্বভাব আপনাকেও সব সময় খুশি রাখবে। সেই সঙ্গে কাজের দিক থেকে আপনি সবার থেকে এগিয়ে থাকতে পারবেন।
পরিবার: পরিবারে সবার সঙ্গে আজ আপনি ভাল সময় কাটাতে পারবেন। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গী একে অপরের সাহায়্য সহযোগিতা পাবেন। তার ফলে আপনার অনেক সমস্যা মিটে যেতে পারে।
শিক্ষা: ছাত্রছাত্রী শিল্পী এবং খেলোয়াড়রা আজ স্মার্ট ওয়ার্ক করুন। সেটাই আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে।
স্বাস্থ্য: আজ স্বাস্থ্য নিয়ে আপনাকে বিশেষ কিছু চিন্তা করতে হবে না। চেষ্টা করুন নিয়ম মেনে চলতে।