সিংহ রাশি (Effect of Sun transit on Leo) – আপনার রাশিতেই সূর্য অবস্থান করবে। উৎসাহ বেশি থাকবে আপনার। ডিসিপ্লিন ও ডেডিকেশন বজায় রাখতে চেষ্টা করুন। আপনার মধ্যে অহংকার আসতে পারে।
কাছের মানুষদের সঙ্গে বাদ বিবাদ বাড়তে পারে। আপনার কথার কারণে ব্যবসায় ব্যবসায়িক পার্টনার রাগ করতে পারেন আবার দাম্পত্য জীবনে জীবন সাথী অভিমান করতে পারেন। সংবেদনশীল থাকার চেষ্টা করুন।
যারা সিঙ্গেল রয়েছেন এবং মনের মানুষ খুঁজছেন তারা মনের মানুষ পেতে পারেন। তবে যারা প্রেম করছেন এবং বিয়ে করবেন ভাবছেন তারা আরেকটু ভাবনা চিন্তা করুন। পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফে সামঞ্জস্য রাখতে হবে আপনাকে।
কন্যা রাশি (Effect of Sun transit on Virgo) – সিংহ আপনার ক্ষেত্রে দ্বাদশঘরে অবস্থান করবে। এই সময় আইনি কোন ঝামেলা থাকলে তার থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে চেষ্টা করুন। আপনার খরচ বাড়তে পারে।
এই সময়ের মধ্যে বিনিয়োগ করলে বিশেষ সচেতন থেকে বিনিয়োগ করতে চেষ্টা করুন। কোন কাজে তাড়াহুড়ো করতে যাবেন না তাহলে লোকসান হতে পারে। কারোর সঙ্গে বাদ বিবাদ হওয়ারও সম্ভাবনা রয়েছে।
নিজের স্ট্যাটাস দেখাতে গিয়ে খরচ বাড়তে পারে। অকারণ ট্রাভেল করতে পারে। কাছের কোন মানুষ আপনাকে ঠকাতে পারেন। মাঝে মাঝে চোখের সমস্যা বা হাড়ের সমস্যা দেখা দিতে পারে। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করুন।
সমস্ত কাজ করার আগে রিসার্চ করুন তারপরে কাজ করুন। ছাত্রছাত্রীরা একাগ্রতা বাড়াতে চেষ্টা করুন। চুল পড়া বা ভিটামিন D3 এর অভাবজনিত লক্ষণ প্রকাশ পেতে পারে। সরকারি কাজের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের স্থানান্তর হতে পারে আবার কোন বড় দায়িত্ব ও খেতে পারেন।