সিংহ রাশি (Leo Horoscope) – কাজের জায়গায় দরকারি কাগজপত্র সামলে রাখতে চেষ্টা করুন। অন্যথায় চুরি হতে পারে। ব্যবসায় সময় কিছুটা প্রতিকূল থাকবে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রেও যথেষ্ট সচেতন থাকতে হবে।
বাড়িতে কোন ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক কেউ থাকলে তার স্বাস্থ্যের দিকে নজর দিন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। জয়েন্ট পেইন দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সোনালী এবং শুভ সংখ্যা হল ১।
কন্যা রাশি (Virgo Ajker Rashifal) – দাম্পত্য জীবনে জীবন সাথী, লাভ লাইফে লাভ পার্টনার কিংবা ব্যবসায়ী পার্টনারের সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। কাজের জায়গায় পরিবর্তনের মাধ্যমে লাভ পাবেন।
ব্যবসায় নিজের কাজ সম্পন্ন করতে আপনার পরিচিতি সার্কেলকে কাজে লাগাতে চেষ্টা করুন। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভাল বলা যায়। এত খরচ বাড়তে পারে আজ।
কোন কিছু কেনাকাটার সময় খেয়াল রাখার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ১।