সিংহ ও কন্যা রাশির আজকের রাশিফল ২৫ আগস্ট

Leo and Virgo Ajker Rashifal 3 December

1সিংহ রাশির আজকের রাশিফল

সিংহ রাশি (Leo Daily Horoscope): মায়ের আশীর্বাদ নিয়ে দিন শুরু করুন। একই সঙ্গে মায়ের শরীর যাতে ভাল থাকে তার জন্য প্রার্থনা করুন। সমাজের মানুষের সঙ্গে যুক্ত হয়ে আজ ভাল কিছু কাজ করতে পারেন। 

ব্যবসা: যাঁরা ড্রাই ফ্রুটের ব্যবসা করেন, খাবার দাবার বা বিশেষ করে ফল, সবজির ব্যবসার সঙ্গে যুক্ত অথবা হোটেল রেস্তোরাঁর ব্যবসা করেন তাঁদের জন্য দিন কঠিন হবে। আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। 

চাকরি: অফিসে আজ আপনাকে অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে নিজের কাজ নিয়েই। ব্যক্তিগত দৌড়ঝাঁপের জন্য অনেক টাকা ফালতু খরচ হতে পারে আজ। 

পরিবার: পরিবারের কোনও কাজে কারোর সাহায্য না পেয়ে আপনি কিছুটা চিন্তান্বিত হয়ে পড়তে পারেন। তার ফলে আপনার ব্যবহার কিছুটা খিটখিটে হয়ে পড়তে পারে। প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গীর ব্যবহার যদি নেগেটিভ হয় তবে তা যেন আপনার উপর প্রভাব না ফেলে তার জন্য মানসিক প্রস্তুতি রাখুন। আজ আপনিও মৌন থাকুন। 

শিক্ষা: শিক্ষার্থী খেলোয়াড় এবং শিল্পীরা আজ সৎ থাকুন। না হলে আজ নিজেদের বোনা জালে আপনরাই ফেঁসে যেতে পারেন। তাই আগে নিজের কাজ শেষ করুন। 

স্বাস্থ্য: স্বাস্থ্য ঠিক রাখতে আজ যোগাভ্যাস মেডিটেশনের মতো কাজ আরও বেশি করে করুন। তবেই আজ এবং আগামী দিনে আপনি ভাল থাকবেন। আজকের আপনার শুভ সংখ্যা ও শুভ রঙ জানতে এখানে ক্লিক করুন

Back

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here