সিংহ রাশি (Leo Ajker Rashifal) – জায়গা জমি সংক্রান্ত সমস্যা থাকলে তার সমাধানের চেষ্টা করুন। ব্যবসায় কিছু পরিবর্তন করতে পারলে লাভ পাবেন। চাকরি জায়গায় সচেতন থাকুন।
কেউ আজ আপনাকে ফাঁসানোর চেষ্টা করতে পারেন। দাম্পত্য জীবনে একে অন্যের অভাব বোধ করতে পারেন। যারা প্রেম করছেন তারা কথা বলার সময় সচেতন থাকুন। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা সাবধান থাকুন।
পার্সোনাল ও প্রফেশনাল লাইফে ট্রাভেল করতে হতে পারে। তবে ট্রাভেল করার সময় নিজের জিনিসের খেয়াল রাখুন। ছাত্র-ছাত্রীরা অধিক পরিশ্রম করলে লাভ পাবেন। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৮।
কন্যা রাশি (Virgo Ajker Rashifal) – আজ বন্ধু-বান্ধবদের সাহায্য করতে হতে পারে বা তাদের থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসায় খরচ বাড়তে পারে। বিনিয়োগ করার ক্ষেত্রে সাবধান থাকুন।
যারা পার্টনারশিপে কাজ করছেন তার লাভবান হবেন। কাজের জায়গায় প্রমোশন এর জন্য বস বা আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন। কোন গুরুত্বপূর্ণ কাজে সফল হতে পারেন।
শুভ সংবাদ পেতে পারেন আপনি। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে পুরোনো কথা মনে পড়তে পারে। পরিবারে মতভেদ থাকলে আজ মৌন থাকার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৫।