মিথুন রাশি (Gemini Daily Hororscope) – আজ পরিচিতি সার্কেল বাড়বে আপনার। নতুন নতুন সম্পর্ক স্থাপন হবে। কাজের জায়গায় ভালোভাবে কথা বলতে চেষ্টা করুন।
ব্যবসায় আজ কোন বড় সিদ্ধান্ত নিতে যাবেন না। আজ আর্থিকভাবে লোকসান হতে পারে আপনার। বাড়ির বড়দের যথাযথ সম্মান দিতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো সোনালি এবং শুভ সন্ধ্যা হল ৮।
কর্কট রাশি (Cancer Ajker Rashifal) – ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। কমিউনিকেশন ঠিকঠাক রাখার চেষ্টা করুন। কাজের জায়গায় টিমকে লিড করতে পারবেন।
ইনাভেটিভ আইডিয়া প্রয়োগ করতে পারবেন। ব্যবসায় আজ কোন নতুন অর্ডার পেতে পারেন। এর কারণে মন প্রসন্ন থাকবে। ছাত্রছাত্রীরা ক্রিয়েটিভ থাকার চেষ্টা করুন।
পরিবারের সুখ শান্তির জন্য শান্তি বজায় রাখতে চেষ্টা করুন। খাওয়া দাওয়া ঠিক করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ৫।