1মিথুন রাশির আজকের রাশিফল
মিথুন রাশি (Gemini Ajker Rashifal): বাবা ঠাকুরদার আদর্শ তাঁদের পরামর্শ নিয়ে এগিয়ে চলুন।
ব্যবসা: খাবার দাবার হোটেল রেস্তোরাঁ স্পা শ্যাঁলো জিম ফ্যাশন প্যাশন হবি বা যাঁরা সার্ভিস প্রোভাইডিংয়ের ব্যবসা করেন অথবা আইটি, ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন তাঁদের আজ দিন বেশ ভাল যাবে। লাভের পরিমান বাড়বে। ব্যবসায়ীক যা লেনদেন তা নিজের নজরদারিতে রাখুন। ব্যবসাস্থল সাফসুতরো রাখুন। তাহলে ব্যবসার গ্রাফ উপরের দিকে যাবে।
চাকরি: কাজের জায়গায় আজ সময় থাকতে থাকতে সব কাজ শেষ করুন। এবং শততার সঙ্গে সব কাজ করুন। তাহলে আপনি ভাল অনুভব করবেন। আজ আপনি এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
পরিবার: পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সবার সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। চেষ্টা করুন সম্পর্ক যেন আরও মজবুত হয় সবার সঙ্গে।
শিক্ষা: শিল্পী এবং খেলোয়াড়রা নিজেদের দমে আজ ভাল কিছু করতে পারবেন। নিজের কাজ হোক বা বাধা বিঘ্ন তাতে যেন থেমে না যান। সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকা এবং প্রচেষ্টা রাখলেই আপনি সাফল্য পাবেন।
স্বাস্থ্য: স্বাস্থ্য আগের থেকে ভাল থাকবে। তাই চিন্তা করবেন না। নিয়ম মেনে সব কিছু করুন শুধু। শুভ সংখ্যা ও শুভ রঙ জানতে আমাদের এই ওয়েবসাইটের শুভ সংখ্যা ও শুভ রঙ এর মেনুতে যান।