মিথুন রাশি Gemini Ajker Rashifal) – ব্যবসায় পরিশ্রমী হতে হবে আপনাকে। কাজের জায়গায় বা ব্যবসায় উত্থান পতন লক্ষ্য করবেন। কাজের ক্ষেত্রে নিজে কোন ভুল না করার চেষ্টা করুন। কাজ পরিবর্তনের কথা মাথায় আনবেন না।
আজ কোন ক্ষেত্রে রিস্ক নেওয়া ঠিক হবে না। অলসতা ত্যাগ করতে হবে আপনাকে। রিলেশনশিপে আজ সামনে চলতে হবে আপনাকে। দু নৌকায় পা দিয়ে চলতে যাবেন না।
বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতে পারবেন। সামাজিক ক্ষেত্রে কাউকে কিছু বলার আগে বা লেখার আগে ভাবনা চিন্তা করে কাজ করুন। ট্রাভেল করার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আজ আপনার জন্মের শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ৯।
কর্কট রাশি (Cancer Horoscope) – ছোট বা বড় ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। কাজের জায়গায় রিসার্চ করে তারপর কাজ করুন। বড় কোন ডিল হতে পারে আপনার। কোন লাভ পেতে পারেন আপনি।
কাজের জায়গায় সফলতা আসবে। তবে আজ কথা বলার সময় কাকে কি বলছেন সেটা ভেবনা চিন্তা করে কথা বলবেন। পার্সোনাল বা প্রফেশনাল লাইফে উল্টোপাল্টা কোন কমেন্ট করতে যাবেন না। স্বাস্থ্যের উন্নতি হবে বলা যায়।
দাম্পত্য জীবনে ও লাফ লাইফে থেমে থাকা কাজে গতি আসবে। ম্যানেজমেন্ট ও আইন নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য দিনটি ভালো। আজ কোন ধার্মিক কাজে রুচি বাড়তে পারে বা পরিবারে কোন ধার্মিক কাজ হতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৪।