মিথুন রাশি (Gemini Daily Horoscope) – আজ যারা ব্যবসা করেন তাদের দিনটি প্রতিকুল। আপনার নিজের উপর ভরসা রাখার চেষ্টা করুন। আজ নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়তে পারে।
কাজের জায়গায় কোন সমস্যা থাকলে তার সমাধান খুঁজে পেতে পারেন। দাম্পত্য জীবনে বা লাভ লাইফে কথা কাটাকাটি হতে পারে। পরিবারে কোনো বিশেষ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
যাদের হার্টের সমস্যা রয়েছে বা হাঁপানি রয়েছে তারা সচেতন থাকুন। ট্রাভেল করার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। আজ আপনার জন্য শুভ রং হল সবুজ এবং শুভ সংখ্যা হল ৩।
কর্কট রাশি (Cancer Daily Horoscope) – দাম্পত্য জীবনে বা লাভ লাইফে বা বন্ধুবান্ধবের সঙ্গে আজ কোন মতভেদ থাকলে তা দূর করুন। ব্যবসায় নতুন কোন অর্ডার পেতে পারেন। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে। ভাইরাল ফিবার দেখা দিতে পারে।
আজ বাবা-মায়ের পরামর্শ শুনে চলার চেষ্টা করুন। সামাজিক ক্ষেত্রে রিলেশন সকলের সঙ্গে ভালো হবে। পার্সোনাল ও প্রফেশনাল লাইফে আজ ট্রাভেলস সম্ভব হবে। তবে খরচও বাড়বে আপনার। আজ আপনার জন্য শুভ রঙ হলো সাদা এবং শুভ সংখ্যা হল ৯।