মিথুন রাশি: ছোট বড় ভাই বোনের উপর নজর রাখুন। তারা কোনও খারাপ সঙ্গে পড়ছে কিনা সে দিকে খেয়াল রাখা আপনার দায়িত্ব। ডিপ্রেশনের শিকার হয়ে পড়ছে কিনা বা অন্য কোনও সমস্যার মধ্যে আছে কিনা নজর করে রাখুন। নির্বাচন বা সামাজিক কাজের ক্ষেত্রে আজ দিন ভাল যাবে।
ব্যবসা: যে ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত ধন আছে তাঁরা আজ বিনিয়োগ করার সুযোগ পাবেন। আজ আপনি কমিউনিকেশন ঠিক রাখার সুযোগ পাবেন। আজ আপনি লাভ পাবেন। বিশেষ করে আগে যে বিনিয়োগ করা ছিল তা থেকে আরও লাভের সম্ভাবনা বাড়ছে।
চাকরি: অফিসের কাজের দিক থেকে দিন আজ সাধারণ ভাবেই কাটবে। সব কাজ সহজে না হলেও স্পেশাল স্ট্র্যাটেজি অবলম্বন করলে এক্সট্রা সময় আপনি পেয়ে যাবেন। তাতে আপনার কাজ কিছুটা সহজ হবে। সেই সময়ে আপনি ফ্যাশন প্যাশন হবির দিকেও মন দিতে পারেন।
পরিবার: প্রেম বা দাম্পত্য জীবনে গত কয়েক দিনে যদি কোনও উথালপুথাল চলে থাকে তবে তা ঠিক করার চেষ্টা করুন আপনার চেষ্টা আজ সফল হবে। তার ফলে প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।
শিক্ষা: ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যাঁরা সাধারণ বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তাঁদের জীবনে যে কিছুটা চড়াই উতরাই যাচ্ছিল তা কিছুটা হলেও স্থির হবে। ক্রীড়াবিত বা শিল্পীদের ক্ষেত্রেও দিন ভাল যাবে।
স্বাস্থ্য: স্বাস্থ্য আজ আপনার মোটের উপর ভাল যাবে। বিশেষ কোনও সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না। শুধু নিয়ম মেনে চলুন। ঠান্ডা যেন না লাগে। আজকের শুভ রং ও শুভ সংখ্যা ৮ নভেম্বর