ব্যবসা ও অর্থনীতি – লোহা, আকরিক, বিল্ডিং মেটিরিয়াল, কনস্ট্রাকশন, প্রপার্টি, মাইনিং, ট্রান্সপোর্টেশন, ম্যানুফ্যাকচারিং ইত্যাদির ব্যবসায় ভাল লাভের সম্ভাবনা রয়েছে। বছরের শুরুতে বিনিয়োগ করার ব্যাপারে রিস্ক নিতে পারেন। কাজের চাপ বেশি থাকলেও ফল ভাল পাবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি করবে।
সমস্ত কাজ নিজের তত্ত্বাবধানে করুন। নতুন কর্মীর নিয়োগ বা পুরনোদের কাজের পরিবর্তন করে লাভ পেতে পারেন। আপনার কাজের জন্যে খ্যাতি মান সম্মান বাড়বে। বছরের মাঝে বিদেশের যোগ আছে। বছরের দ্বিতীয় ভাগে জায়গা জমি, শেয়ার মার্কেট বা সম্পত্তিতে ভাল ডিল পেতে পারেন।
বছরের শেষ চার মাসে আপনার কাছের কেউ আপনাকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে আপনাকে ঠকাতে পারে। আবেগের বশে কাজ করবেন না। এই বছর যত বেশি ট্র্যাভেল করবেন বা নতুন লোকজনের সাথে সম্পর্ক করবেন, তত বেশি নিজের ব্যবসায় লাভ পাবেন।
চাকরি ও প্রফেশন – টেকনিক্যাল, মেডিক্যাল, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, আইটি প্রফেশনালদের কাজে উন্নতির অনেক সুযোগ পাবেন। এপ্রিল থেকে জুনের মধ্যে চাকরি সংক্রান্ত আপনার যাবতীয় ইচ্ছা পূরণ হতে পারে। আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। বছরের শেষে বিদেশে চাকরির সুযোগ পাবেন। তবে আপনার অহঙ্কার, খারাপ ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।
পারিবারিক ও ব্যক্তিগত জীবন। বছরের প্রথম ভাগে দাম্পত্য বা প্রেম জীবনে সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। আপনি নিজগুণে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। তবে তার পর নিজের দোষে সম্পর্ক খারাপ করতে পারেন। প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে চাইলে ভাল করে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন।
তবে আপনি নিজের সঙ্গীর বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করুন। এপ্রিল মে মাসে পরিবারে শুভ মাঙ্গলিক কাজের আয়োজন বা পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। বছরের শেষে সন্তান সুখ পেতে পারেন। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে।
শিক্ষা। আইটি, মেডিক্যাল বা টেকনোলজির ছাত্র ছাত্রীরা ভাল ফল পাবেন। এছাড়া স্পা।পার্লার, ফ্যাশন, প্যাশন হবি ইত্যাদি সম্পর্কিত পড়াশুনা করলেও ভাল ফল পাবেন এবং চাকরিও পেতে পারেন। বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ পেতে পারেন। অক্টোবরের পর কোন বিশেষ কোর্স করতে চাইলে বা পড়াশুনা বা চাকরির আবেদন করলে ফল বেশি ভাল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বছরের শেষের দিকে কাজ ছাড়া অন্যান্য দিকে আপনার মনোযোগ বেশি যেতে পারে।
স্বাস্থ্য ও ট্র্যাভেল প্ল্যান। এই বছর অন্তত ১৩ বার পার্সোনাল বা প্রফেশনাল কারণে ট্র্যাভেল করতে পারেন। এই বছর আপনার পা, পিঠ, কোমর, কাঁধ, বা যে কোন জয়েন্ট পেনের কষ্ট বাড়তে পারে। পুরনো অসুখ ফিরে আসতে পারে। আলস্য বাড়বে। এছাড়া নিজের লিভার, কিডনি বা পেটের দিকেও নজর দিতে হবে।