মকর রাশি: আত্মসম্মান এবং আত্মবিশ্বাস আজ বৃদ্ধি পাবে। তবে একই সঙ্গে আজ আপনার মানসিক চাপও কিছুটা বৃদ্ধি পাবে। সামাজিক স্তরে আজ আপনি শান্ত থাকুন। তবে গিয়েই আজ দিন উপভোগ করতে পারবেন। সবার সঙ্গে ভাল ব্যবহার করুন। ভাল কথা বলুন।
ব্যবসা: ব্যবসার জন্য আজ দিন ভাল। মার্কেটে আটকে থাকা কাজ আজ উদ্ধার হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ দিন ভাল যাবে। বড় অর্ডার টেন্ডারে আজ আপনি কাজ করতে পারেন।
চাকরি: কাজের জায়গায় আজ দিন আপনার পক্ষে থাকবে। কিন্তু গল্পগুজব পরচর্চা পরনিন্দার মতো ফালতু কাজে সময় নষ্ট করবেন না। বদলে দ্রুত কাজ সেরে আজ পরিবারকে বেশি করে সময় দেওয়ার চেষ্টা করুন।
পরিবার: পরিবারে সুখ সমৃদ্ধির জন্য আজ আপনাকে স্পেশাল কিছু করতে হতে পারে। তাই সেই মতো পরিকল্পনা করে রাখুন আগের থেকে।
শিক্ষা: সাধারণ হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজ কঠিন পরিশ্রম এবং চেষ্টা করুন। তাহলেই আপনি সাফল্য পাবেন।
স্বাস্থ্য: পেশাগত বা ব্যক্তিগত কারণে আজ যাত্রা করতে হতে পারে। সতর্ক থাকুন।