মকর রাশির আগস্ট মাসের রাশিফল 2023

Capricorn Monthly Horoscope December 2023

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

মকর রাশি (Capricorn Rashifal) – ব্যবসার কাজে কিছু বাধা আসতে পারে। বিশেষ করে সরকারি কাজে বিঘ্ন বা বিলম্ব হতে পারে। তাড়াহুড়ো করা ঠিক হবেনা। এই মাসে নতুন কোন কাজে সাফল্য পেতে পারেন।

একই সাথে একাধিক ব্যবসা থাকলে যেটাতে লাভ বেশি পাচ্ছেন সেটায় বেশি নজর দিন। ইনকাম বাড়ানোর জন্যে বেশি ট্র্যাভেল করা বা নতুন লোকজনের সাথে যুক্ত হওয়া লাভদায়ক হতে পারে। আয়ের নতুন সোর্স খুঁজে পাবেন।

এই মাসে কোন গুরু বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজ করে নতুন স্টার্ট আপ, বা ব্যবসা শুরু করা লাভের হতে পারে। আয় ব্যয়ের হিসাব নিজের কাছে রাখুন। বিনিয়োগের ভাল সুযোগ পাবেন।

শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ডের বা জায়গা জমিতে ভাল ডিল পাবেন। ব্যবসায় নতুন বিনিয়োগকারী পাবেন বা পার্টনারশিপের ব্যবসায় লাভ পাবেন। তবে চোখ বন্ধ করে কাউকেই ভরসা করা বা অতিরিক্ত ভরসা করা ঠিক হবেনা।

ব্যবসার বিস্তারের জন্যে সময় অনুকূল। বিরোধীরা সক্রিয় থাকবে। চাকুরীজীবিদের কাজের চাপ বেশি থাকবে। কাজের সূত্রে যাত্রা করতে হতে পারে। মাসের দ্বিতীয় ভাগে যাঁরা শেয়ার বাজার, ফ্রিল্যান্সার, সার্ভিস প্রোভাইডার, আইটি প্রফেশনাল ইত্যাদি ক্ষেত্রে ভাল কাজের সুযোগ থাকবে।

অফিসে আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। আত্মবিশ্বাস বাড়বে। অফিসে পদোন্নতি হতে পারে। অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। বিপরীত জেন্ডারের সহকর্মীদের সাথে শালীনতার সাথে ব্যবহার করুন। অন্যথায় আপনার ইমেজ খারাপ হতে সময় লাগবে না। পরিবার ও সমাজের জন্যে ভাল কাজ করে মান সম্মান বাড়বে।

মিডিয়া, এন্টারটেনমেন্ট, এক্সপোর্ট ইমপোর্ট ইত্যাদির কাজে সুফল পাবেন। পার্সোনাল বা প্রফেশনাল কারণে ট্র্যাভেল করতে পারেন। দাম্পত্য বা প্রেম জীবন খুব সুন্দর কাটবে। কারোর কুনজর থেকে সম্পর্ককে রক্ষা করতে হবে। মাসের দ্বিতীয় ভাগে সিঙ্গেল ব্যক্তিরা পছন্দের সঙ্গী পেতে পারেন।

পরিবারে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবেন। শিক্ষার্থীরা পরিশ্রমের দ্বারা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। এই মাসে আপনি কিছু বিক্রি করে বা কোন কাজ করে পস্তাতে পারেন। বিশেষ করে সম্পত্তি বা শেয়ার বিক্রি করে ক্ষতি হতে পারে। তাই যে কোন কাজ যথেষ্ট ভাবনা চিন্তা করে করুন।

অত্যধিক মোবাইলে বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করতে পারেন। উচ্চ শিক্ষার সাথে ইনকাম করতে চাইলে সঠিক প্ল্যান করুন। আপনার ইচ্ছে পূরণ হতে পারে। খুব বেশি দরকার না হলে এই মাসে বেশি ট্র্যাভেল করবেন না। যদিও ট্র্যাভেল থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন।

পুরনো অসুখ ফিরে আসতে পারে। আলস্য, কাজের প্রতি অমনোযোগ, শত্রুরা সক্রিয় থাকবে। এছাড়া আপনার কনসেন্ট্রেশন ভঙ্গ করার জন্যে আশপাশে অনেক লোক থাকবে। তাদের থেকে দূরে থাকুন। অযাচিত কিছু খরচ আচমকা সামনে আসতে পারে তৈরি থাকা জরুরি। অশুভ তারিখ – ৭,৮,১৭,১৮,২৬,২৭।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here