মকর রাশি – ব্যবসায় আপনাকে নতুন রিক্রুটমেন্ট করতে হবে। কাজের জায়গায় আজ নিজের ট্যালেন্ট দেখাতে পারবেন। পরিবারে কেউ বিবাহযোগ্য থাকলে তার কথাবার্তা হতে পারে।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে রোমান্টিক সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৫।
কুম্ভ রাশি – মানসিক কোন সমস্যা বা শারীরিক কোন অসুস্থতা থাকলে তার থেকে মুক্তি পাবেন। ব্যবসায় লাভ পাবেন। আচমকা প্রফিট হতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন আপনি। কাজের জায়গায় টার্গেট পূরণ করতে পারবেন।
অহংকার করতে যাবেন না। পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ভালো সময় কাটাতে পারবেন। খরচে লাগাম দিতে হবে আপনাকে। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ৮।
মীন রাশি – আজ সন্তান সুখ পাবেন আপনি। বিল্ডিং ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন, প্রপার্টি, মাইনিং, মেশিনারি ইত্যাদির ব্যবসা করেন তারা লাভ পাবেন। পেটের কোন সমস্যা বাড়তে পারে। তেলে ভাজা খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।
পরিবারে কোনো শুভ কাজে সামিল হতে পারেন। জীবন সাথী ও লাভ পার্টনারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তবে অলসতা ত্যাগ করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল লাল এবং শুভ সংখ্যা হল ১।