মকর রাশি – আজ সকলের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। কিছু স্পেশাল কাজ করতে চেষ্টা করুন। ব্যবসায় কোন বড় প্রজেক্টে কাজ করতে পারেন। ক্যারিয়ারে কোন ভালো সুযোগ পাবেন আপনি।
স্বাস্থ্য ভালো থাকবে তাই অধিক কাজ করে ফেলার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ভালো শপিং করতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৩।
কুম্ভ রাশি – মানসিক অশান্তি থাকলে তা কমবে। খাদ্য পানীয় হোটেল রেস্তোরাঁ ইত্যাদি ব্যবসায় লাভ পাবেন। কাজের জায়গায় বা ব্যবসায়ী টিম বানিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে আপনাকে।
দাম্পত্য জীবনে এবং লাভ লাইফে কিছুটা খরচ বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৭।
মীন রাশি – আজ নতুন নতুন জিনিস জানতে বা শিখতে চেষ্টা করুন। ব্যবসায় আফটার সেল সার্ভিস ভালো করতে চেষ্টা করুন। কাজের জায়গায় সকলের সাহায্য পাবেন আপনি। ট্রাভেল করতে হতে পারে। অজ্ঞাত ভয় দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ৪।