মকর রাশি (Capricorn) – আজ ইনকাম বাড়াতে চেষ্টা করুন। আচমকা আজ কোন আইডিয়া আসতে পারে। যা কাজে লাগে আপনি লাভ পাবেন। যা ব্যবসায় কাজে লাগিয়ে লাভ পেতে পারেন। কাজের জায়গায় আজ পরিশ্রম করতে হবে আপনাকে।
আজ সিনিয়ার বা সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করতে পারেন। খরচ সামান্য বাড়বে। রিলেশনশিপ নিয়ে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে। মাথার যন্ত্রণা বা বেশি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হল হলুদ এবং শুভ সংখ্যা হল ৩।
কুম্ভ রাশি (Aquarius Rashifal) – দাম্পত্য জীবনে ও লাভ লাইফে কথা বলার সময় আজ আপনাকে সংযত থাকতে হবে। আটকে থাকা কাজে সফলতা আসবে। আটকে থাকা টাকা উদ্ধারে সক্ষম হবেন। স্যালারি তে কিছু বৃদ্ধি পেতে পারে। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ২।
মীন রাশি (Pisces Horoscope) – আজ ভালো কাজের মাধ্যমে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। ব্যবসায় কোন সমস্যা থাকলে তার সমাধান করতে পারবেন। ব্যবসায় আজ কারোর উপর ভরসা করা ঠিক হবে না। কাজের জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে কোন সমস্যা থাকলে তার সমাধান হবে। সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে কোন বড় বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। ছাত্র-ছাত্রীরা আজ টেনশন করা থেকে দূরে থাকুন।
খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হতে পারে। পেটের কোন সমস্যা বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৪।