মকর রাশি (Capricorn) – ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চেষ্টা করুন। কাজের জায়গায় আপনার নামে কেউ দুর্নাম করতে পারে। তবে তা নিয়ে মাথা ঘামাতে যাবেন না। ব্যবসায় ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগাতে চেষ্টা করুন।
কাজের জায়গায় বাকি থাকা কাজ শেষ করতে পারবেন। জীবন সাথী বা লাভ পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। রোমান্টিক সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ১।
কুম্ভ রাশি (Aquarius Horoscope) – কাজের জায়গায় পদোন্নতি হবে। যারা নতুন চাকরির সন্ধান করছিলেন তারা পেতে পারেন। কাজের জায়গায় দিনটি ভালো থাকবে।
আইনি কোন সমস্যা থাকলে তার থেকে মুক্তি পেতে পারেন। কোন শুভ সংবাদ আজ পেতে পারেন। গাড়ি চালানোর সময় সচেতন থাকুন। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ২।
মীন রাশি (Pisces Rashifal) – ধার্মিক কাজে রুচি বাড়তে পারে। কাজের জায়গায় সহকর্মী বা বস বা আধিকারিকদের কথায় সম্মতি দিতে চেষ্টা করুন। আজ খাদ্য, পানীয়, হোটেল, রেস্তোরা ইত্যাদি ব্যবসায় লাভ পেতে পারেন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে রোমান্টিক সময় কাটাতে পারবেন। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৭।