মকর রাশি – মন আজ চঞ্চল থাকবে। অজ্ঞাত ভয় দেখা দিতে পারে। ব্যবসায় পুরনো লোকসান রিকোভার করতে পারবেন। যারা চাকরির সন্ধান করছেন তারা ভাগ্যের ভরসায় বসে থাকবেন না।
নেগেটিভ চিন্তাভাবনা ত্যাগ করুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে প্রেম ভালোবাসা বজায় থাকবে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান বাড়বে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ৫।
কুম্ভ রাশি – নতুন টেকনোলজি শেখার চেষ্টা করুন। ব্যবসায় রোড ম্যাপ বানিয়ে চলতে চেষ্টা করুন। কাজের জায়গায় অহেতুক সময় অপচয় করতে যাবেন না। কোথাও স্বাক্ষর করার আগে সচেতন থাকুন।
কোন গুরুত্বপূর্ণ কাজে আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে। কাউকে নিয়ে পার্সোনাল আক্রমণে যাবেন না। পাকস্থলী সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৬।
মীন রাশি – ভাই বোনের সঙ্গে বন্ডিং মজবুত করুন। ব্যবসায় আর অধিক প্রয়াস করতে হবে আপনাকে। ফ্রিল্যান্সিং এবং সার্ভিস প্রোভাইডার এসব ক্ষেত্রে যারা রয়েছেন তারা লাভ পাবেন।
কাজের জায়গায় আর্থিক লাভ পাবেন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। আজ আপনার জন্যে শুভ রং হল বেগুনি এবং শুভ সংখ্যা হল ৭।