মকর রাশি (Capricorn) – খরচে লাগাম দেওয়ার চেষ্টা করুন। কাজের জায়গায় আজ রিস্ক নেওয়া ঠিক হবে না। কাউকে নিয়ে কোন কটু কথা বলতে যাবেন না। দাম্পত্য জীবনে এবং লাভ লাইফে ভালোবাসা বৃদ্ধি পাবে।
পরিবারে প্রপার্টি নিয়ে ঝামেলা হতে পারে। ছাত্রছাত্রীরা সফল হতে নিজস্ব রুটিনে কিছু পরিবর্তন করুন। আজ আপনার জন্য শুভ রং হল নীল এবং শুভ সংখ্যা হল ৪।
কুম্ভ রাশি (Aquarius Ajker Rashifal) – আজ নৈতিক মূল্য পালন করতে চেষ্টা করুন। লোহা, বিল্ডিং মেটেরিয়াল, মেশিনারি, স্পা, সেলুন, জিম, প্রপাটি, খাদ্য ও পানীয় ইত্যাদির ব্যবসায় ইনকাম বাড়বে বলা যায়।
কাজের জায়গায় সিরিয়াস থাকার চেষ্টা করুন। দাম্পত্য জীবনে লাভ লাইফে মনের কথা শেয়ার করুন পার্টনারের সঙ্গে। পরিবারের সঙ্গে কোথাও ট্রাভেল করার প্ল্যান করতে পারেন। স্বাস্থ্য ভালো রাখতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল নীল এবং শুভ সংখ্যা হল ৩।
মীন রাশি (Pisces) – ব্যবসায় নতুন কোন প্রজেক্ট শুরু করতে পারেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পেতে পারেন। কাজের জায়গায় টিম বানিয়ে চলতে চেষ্টা করুন। পারিবারিক কোন সমস্যা কাটিয়ে উঠতে হবে আপনাকে।
দাম্পত্য জীবনে এবং লাভ লাইফে একসঙ্গে ভালো সময় কাটাবেন। ছাত্র-ছাত্রীরা নতুন নতুন জিনিস জানতে পারেন বা শিখতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ৩।