মকর রাশি – খরচ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসায় কোন বড় ডিল হাত থেকে ফসকে যেতে পারে। অলসতার কারণে কাজের জায়গায় জটিলতা বাড়বে। কাউকে কোন কটু কথা বলতে যাবেন না।
পরিবারে হাসি খুশির বাতাবরণ বজায় রাখতে চেষ্টা করুন। স্বাস্থ্য আজ ভালো থাকবে। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ১।
কুম্ভ রাশি – ইনকাম কিভাবে বাড়বে সে দিকে নজর দিন। কনস্ট্রাকশন, প্রপার্টি, মার্কেটিং, মাইনিং, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা লাভ পাবেন। কাজের জায়গায় সিনিয়রদের প্রসন্ন করতে পারবেন।
পরিবারে অযথা খরচ করতে যাবেন না। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে শান্তি বজায় রাখতে চেষ্টা করুন। ছাত্র-ছাত্রীদের জন্য আজ দিনটি ভালো থাকবে বলা যায়। আজ কাউকে সাহায্য করে মন প্রসন্ন হবে। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৮।
মীন রাশি – পরিবারে বড়দের পরামর্শ নিয়ে চলতে পারলে লাভ পাবেন। আজ ভাগ্য আপনার সঙ্গে থাকবে। এক্সট্রা ও অ্যাডভান্স কাজ করতে চেষ্টা করুন। ব্যবসায় লাভ পাবেন। শীঘ্রই পরিস্থিতি আপনার পক্ষে থাকবে।
পরিবারে কারো স্বাস্থ্য খারাপ হতে পারে। তাই তার স্বাস্থ্যের দিকে নজর দিন। দাম্পত্য জীবনে জীবন সাথীর বা লাভ লাইফে লাভ পার্টনারের সাহায্য পাবেন। মেডিকেলের ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভালো। আজ আপনার জন্য শুভকামনা হলো নীল এবং শুভ সংখ্যা হল ২।