মকর রাশি – নিজের দায়িত্ব পালন করতে পারবেন। যারা কোন ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তারা লাভ পাবেন। ব্যবসায় ইনকাম ভালো হবে। আজ কোন কাজে তাড়াহুড়ো করতে যাবেন না। দিনটি আপনার জন্য বেশ ভালো থাকবে বলা যায়।
পরিবারের সকলের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে আপনাকে। রুটিনে কিছু পরিবর্তনের মাধ্যমে লাভ পাবেন। আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৯।
কুম্ভ রাশি – যে কাজে অধিক লাভবান হবেন সেই কাজ করতে চেষ্টা করুন। ব্যবসায় সঠিক পদক্ষেপ নিয়ে আর্থিক লাভ হবে। আগের জায়গায় কারোর উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না। পরিবারে কারো সঙ্গে মতভেদ থাকলে তা দূর হবে।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফ লাভ পাবেন আপনি। আজ কোন সুযোগ পেতে পারেন এমন হলে তা কাজে লাগান। ছাত্রীরা আজ নতুন কিছু করে দেখানোর সুযোগ পাবেন। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ৩।
মীন রাশি – ভালো কাজের মাধ্যমে লাভ পাবেন আপনি। আজ কোন শুভ কাজ করতে চাইলে শুভ সময় করতে চেষ্টা করুন। কাজের জায়গায় বিরোধীরা সক্রিয় থাকলেও তা আপনি কাটিয়ে উঠতে পারবেন।
পলিটিক্স এর সঙ্গে যুক্ত তারা লাভ পাবেন। ট্রাভেল করতে হতে পারে। স্মার্ট ওয়ার্ক করার মাধ্যমে লাভ পাবেন আপনি। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ২।