মকর রাশি (Capricorn Ajker Rashifal) – আটকে থাকা টাকা উদ্ধারে আপনাকে বিশেষ নজর দিতে হবে। কাজের জায়গায় মানিয়ে নিয়ে চলতে চেষ্টা করুন। আজ জ্বর বা গলার সমস্যা দেখা দিতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভালো। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৭।
কুম্ভ রাশি (Aquarius Daily Horoscope) – অহেতুক খরচ করা এড়িয়ে চলুন। যারা কুটির শিল্প, ছোট কোনো ব্যবসা করেন তাদের জন্য দিনটি বেশ ভালো থাকবে। আজ আর্থিকভাবে কোন সমস্যা দেখা দিতে পারে। কারোর সঙ্গে আজ বাদ বিবাদে যাবেন না।
খাওয়া দাওয়া নিয়ে সচেতন থাকুন। অন্যথায় হজম জনিত সমস্যা দেখা দিতে পারে। পরিবারে শান্ত থাকার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৭।
মীন রাশি (Pisces Rashifal) – আজ ছোট বা বড় ভাই বা বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চেষ্টা করুন। অনলাইন বা অফলাইন ব্যবসায় লাভ পেতে পারেন। আজ আপনাকে নিয়ে কে কি বলল তা নিয়ে বেশি মাথা ঘামাতে যাবেন না।
প্রপার্টি ক্রয় করতে চাইলে আজ করা যেতে পারে বা প্ল্যান করা যেতে পারে। লাভ পার্টনার লাইফ পার্টনারের সঙ্গে ট্রাভেল করতে চাইলে করতে পারেন। আজ আপনার জন্য শুভ রঙ হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ২।