মকর রাশি (Capricorn Ajker Rashifal): বাড়তে থাকা খরচ এবং ঋণের বোঝা থেকে সতর্ক থাকতে হবে। আর্থিক দিক নিয়ে আজ গভীর ভাবে চিন্তা ভাবনা করুন। না হলে ভবিষ্যতে সমস্যা বাড়তে পারে।
ব্যবসা: ব্যবসায় লাভের পরিমান একে বারে কমে যেতে পারে। যার ফলে বাড়তে পারে টেনশন। আপনি ব্যবসায় অনেক কিছু করতে চান। কিন্তু কী ভাবে করবেন তা ভাবতে ভাবতে বা কোনও সিদ্ধান্ত নিতে আপনি প্রচুর সময় নষ্ট করে দেন।
চাকরি: কাজের জায়গায় আজ আপনাকে কিছু সমস্যায় পড়তে হতে পারে। তাই সবার আগে চেষ্টা করুন নিজের প্রতিদ্বন্দ্বীদের প্রতি বেশি নজর না দেওয়ার। নিজের কাজ সময়ে এবং নিষ্ঠা ভরে শেষ করুন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য আজ ভাল কোনও খবর অপেক্ষা করছে।
পরিবার: পরিবারে বিবাহযোগ্য যাঁরা রয়েছেন তাঁদের আজ বিয়ের বিষয়ে কথাবার্ত এগিয়ে যেতে পারে। সময়ের অভাবে আজ আপনি পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার প্রতিশ্রুতি পালন নাও করে উঠতে পারেন। তাই সবার আগে আজ আপনি নিজের সারাটা দিনের সময় কী ভাবে খরচ করবেন তা পরিকল্পনা করে নিন। ভবিষ্যতের আর্থিক ব্যবস্থা নিয়েও চিন্তা ভাবনা করে রাখুন।
শিক্ষা: শিক্ষার্থী খেলোয়াড় এবং শিল্পীরা নিজেদে জীবনে যোগাভ্যাস, প্রাণায়াম, ব্যায়ামের মতো বিষয় যোগ করুন।
স্বাস্থ্য: আজ ছোট করে ভ্রমণের যোগ রয়েছে। তবে সতর্ক হয়ে ঘোরাফেরা করবেন। সময়ে বাড়ি ফেরার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং বেগুনী এবং শুভ সংখ্যা হল ৫।