কর্কট রাশি (Cancer Ajker Rashifal) : পুরনো শারীরিক এবং মানসিক সমস্যা কমবে। সময় আজ পূর্ণ রূপে অনুকূলে নেই। তাই খরচ খরচা ভেবে চিন্তে করুন।
ব্যবসা: ব্যবসায় আটকে থাকা প্রজেক্ট উদ্ধার হবে। নতুন নতুন ক্রেতা তৈরির জন্য আজ স্পেশাল কিছু করার চেষ্টা করুন।
চাকরি: কর্মক্ষেত্রে আজ আপনার ভাগ্য আপনার পক্ষে রয়েছে। তাই চাকরি পরিবর্তন বা অন্য ভাল কিছু ভাবলে সে দিকে পা বাড়াতে পারেন। আপনি সাফল্য পাবেন।
পরিবার: পরিবারে বড়দের শারীরিক সমস্যা আপনার কাছে বড় ইস্যু হয়ে দেখা দিতে পারে। পরিবারের প্রতি কর্তব্য পালন করুন। আজ পরিবারের সব বন্ধন আরও বেশি করে যাতে মজবুত হয় সে দিকে নজর দিন। সমাজ বা সামাজিক মাধ্যমে আজ আপনি মান সম্মান পাবন। যাত্রা পরিকল্পনা করলে সঠিক ভাবে পরিকল্পিত ভাবে তা শুরু করুন।
শিক্ষা: শিক্ষা বা কর্মসূত্রে যদি বিদেশ যাত্রার কথা ভাবেন তবে নতুন কিছু ভাষা শেষা বা ভিসার জন্য অবেদন করার জন্য দিন ভাল।
স্বাস্থ্য: পরিবারের সবার স্বাস্থ্যের দিকে নজর রাখুন। না হলে সমস্যা আরও বাড়তে পারে। নিজের শরীরের যত্ন নিন। অনিয়ম করবেন না। আজ আপনার জন্য শুভ রং রূপালী এবং শুভ সংখ্যা হল ১।