কর্কট রাশির আজকের রাশিফল ২১ নভেম্বর ২০২৩

Cancer Rashifal today in Bengali 1 December

প্রত্যহ রাশিফল পেতে WHATSAPP GROUP এ যুক্ত হন

কর্কট রাশি: বিবাহিত হলে শ্বশুরবাড়ি না হলে নিজরে পরিবারের সঙ্গে কোনও ঝামেলা যাতে না হয় সে দিকে নজর রাখুন। আপনার কথাবার্তা কারোর সঙ্গে ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আগের থেকে সতর্ক থাকুন। সামাজিক স্তরে আপনার বিরুদ্ধে কোনও রাজনীতি হতে পারে। তাই কোনও কিছু শেয়ার করার আগে আপনি সতর্ক থাকুন। 

ব্যবসা: পার্টনারশিপ ব্যবসায় আজ আপনি আলস্যের শিকার হলে ক্ষতির মুখে পড়বেন। 

চাকরি: কাজের জায়গায় আপনার বিরোধীরা আপনার উপর নজর রাখছে। কখন আপনি একটা ভুল করবেন আর তাঁরা আপনাকে বিপদে ফেলবেন। তাই আপনি এমন কোনও কাজ করবেন না যাতে আপনি সমস্যায় পড়েন। সতর্ক থেকে আজ সব কাজ করুন।   

পরিবার: পরিবারে সবার সঙ্গে বিনম্রতার সঙ্গে কথা বলুন বা আচরণ করুন। আপনার মধ্যে একটা উদ্বেগ ভয় কাজ করবে। তাই আপনি সতর্ক থাকুন। তার বসে কোনও ভুল কাজ করে বসবেন না। প্রেমের সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আচরণ বা কথাবার্তার সময় সতর্ক এবং সংজম রাখুন। না হলে বেকার কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়ে যেতে পারে। 

শিক্ষা: ছাত্রছাত্রী খেলোয়াড় এবং শিল্পীরা আজ আপনার হৃদয়ে কোনও আঘাত লাগতে পারে। তাই আগের থেকে সতর্ক থাকুন। 

স্বাস্থ্য: স্বাস্থ্য মোটের উপর ঠিকই থাকবে। চিন্তার বিশেষ কারণ নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here