কর্কট রাশি (Cancer Monthly Rashifal) – এই মাসে ব্যবসায় মিশ্র ফল পাবেন। নতুন পরিচিতি কাজের সুযোগ পেতে সাহায্য করবে। খরচের সাথে ঋণ কম করার জন্যে প্ল্যান করা, টাকা সেভ করার উপায় পাবেন।
শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ড বা জায়গা জমিতে ভাল ডিল পাবেন। মাসের শেষ সপ্তাহে আর্থিক অবস্থা একটু প্রতিকূল হবে। ঝুঁকি নেওয়া ঠিক হবেনা। কনফিডেন্স বাড়বে, লিডারশিপ কোয়ালিটি গ্রো করবে।
কিন্তু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে ঝামেলা বাড়তে পারে। পার্সোনাল বা প্রফেশনাল লাইফে নিজেকে উন্নত করার সুযোগ পাবেন। বাড়িতে শুভ বা মাঙ্গলিক কাজ হতে পারে। বাড়িতে নতুন সদস্যের আগমন হতে পারে।
অফিসে পলিটিক্স থেকে দূরে থাকুন। আপনার নামে মিথ্যে রটনা হতে পারে। চাকরি হারানোর ভয় মানসিক চিন্তা বাড়াতে পারে। পিতার সাথে সম্পর্ক খারাপ বা পিতার কোন কষ্ট হতে পারে।
চাকরি প্রার্থী ব্যক্তিদের বাড়ির থেকে দূরে কাজ পাওয়ার চান্স আছে। সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্যে বাইরে যাওয়ার সুযোগ থাকবে। চাকুরিজীবীরা এই মাসে পদোন্নতি বা বেতন বৃদ্ধির চিন্তা না করে চাকরি বাঁচানোর চেষ্টা করুন।
এছাড়া অফিসে সুখবর পেতে পারেন। সারপ্রাইজ গিফট পরিবারের তরফে পেতে পারেন। নিজের প্রচেষ্টায় আপনার বিশেষ কোন আকাঙ্খা পূরণ করতে পারবেন। তবে কাজের জায়গায় কেউ আপনাকে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে উৎসাহ দিতে পারে, সাবধান থাকুন।
লাইফ পার্টনার বা লাভ পার্টনারের সাথে ট্র্যাভেল করার, শপিং করার সাথে সম্পর্ক মজবুত করার সুযোগ পাবেন। যদিও বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যা আপনার ইমেজ গুরুতর ভাবে খারাপ করতে পারে।
7 তারিখের পর লাভ পার্টনার কে লাইফ পার্টনার বানানো বা লাইফ পার্টনার কে বিজনেস পার্টনার বানানো যেতে পারে। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। এই মাসে আপনার নেওয়া সিদ্ধান্ত পরিবারে মান্যতা পাবে।
মাসের দ্বিতীয় ভাগে পুরনো অসুখ ফিরে আসার, পারিবারিক অশান্তি বা চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। তৃতীয় ব্যক্তির কারণে আপনার ব্যক্তিগত জীবনে অশান্তি হতে পারে। তাই দাম্পত্য বা প্রেম জীবনে অন্যকে নাক গলাতে দেবেন না।
শিক্ষার্থীরা মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারবেন। পড়াশুনায় মন ভালো থাকবে। নিজেদের প্রবলেমের ব্যাপারে টিচারের সাথে পরামর্শ করে লাভ পাবেন। এই মাসে পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারেন।
সন্তান ধারণের ইচ্ছে থেকে থাকলে কিছু সাবধান থাকুন। কারোর ভুল পরামর্শে ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিন। পেটের গোলমাল, অ্যালার্জির সমস্যা আর এনার্জি কম অনুভব হতে পারে। এছাড়া লাংস, লিভারের সমস্যা হতে পারে। বিশেষত যারা নেশা করেন, খুব সতর্ক থাকুন। ড্রাইভ সাবধানে করুন। অশুভ তারিখ – ৩,৪,১২,১৩,২২,২৩,৩০,৩১।