কর্কট রাশি – মনকে শান্ত রাখতে চেষ্টা করুন। ব্যবসায় আজ সময় আপনার পক্ষে থাকবে। তবে সময় যাতে অপচয় না হয় সেদিকে নজর দিন। যারা আনএমপ্লয়েড পার্সন রয়েছেন তারা কোন কাজের সন্ধান পেতে পারেন।
পরিবারে আপনার দায়িত্ব বাড়তে পারে। তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না আপনি। দিনের শুরুটা কিছুটা প্রতিকূল হলেও দুপুরের পর থেকে সময় আপনার পক্ষে থাকবে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৫।
সিংহ রাশি – ব্যবসায় আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আজ আপনি কোন ভুল করে ফেলতে পারেন। আগের জায়গায় মন দিতে সমস্যা হবে। অযথা খরচ যাতে না হয় সেদিকে নজর দিন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে মতভেদ বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সবুজ এবং শুভ সংখ্যা হল ৯।
কন্যা রাশি – ব্যবসায় আজ সফল হবেন আপনি। ছাত্রছাত্রীরা আলোচনা করে পড়ার মাধ্যমে লাভ পাবেন। তবে স্বাস্থ্য নিয়ে আজ সতর্ক থাকতে হবে। আজ অন্যের উপর যাতে নির্ভর না থাকতে হয় সেই চেষ্টা করুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে একে অন্যকে বুঝতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো নীল এবং শুভ সংখ্যা হল ৯।