কর্কট রাশি (Cancer Horoscope) – ইনকাম কিভাবে বাড়ানো যায় সেদিকে নজর দিন। খরচ কম করতে হবে আপনাকে। সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে আপনাকে। আজ কোন কিছু রুটিনে পরিবর্তন করতে চাইলে করে ফেলতে পারেন।
কাজে বা ব্যবসায় আজ কোন লাভ পেতে পারেন। আজ কোথাও ট্রাভেল করতে পারেন। পরিবারের দায়িত্ব পেতে পারেন। নতুন যারা সম্পর্কে এসেছেন তারা পরস্পরকে সময় দিন।
অবিশ্বাস এবং কমিউনিকেশনে সমস্যার কারণে রিলেশনে দূরত্ব বাড়তে পারে। যাদের পেটের কোন সমস্যা রয়েছে তারা স্পাইসি খাবার এড়িয়ে চলুন। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ৫।
সিংহ রাশি (Leo Ajker Rashifal) – কাজের জায়গায় টেকনোলজি কি কাজে লাগাতে চেষ্টা করুন। ম্যানেজমেন্ট যাতে সবকিছু ঠিকঠাক থাকে সেদিকে নজর দিন। কাজের জায়গায় পজেটিভ থাকার চেষ্টা করুন।
ব্যবসায় সিদ্ধান্ত নিতে কারোর সাহায্য পেতে পারেন। জীবন সাথী ও লাভ পার্টনার কোন বিষয়ে বাদ বিবাদ জড়িয়ে পড়তে পারেন। আজ আপনার জন্য শুভ রং হলো সাদা এবং শুভ সংখ্যা হল ৬।
কন্যা রাশি (Virgo Daily Horoscope) – আজ জ্ঞান বৃদ্ধির যোগ রয়েছে। কাজের জায়গায় অন্যের কাজও আপনাকে করতে হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি ভালো থাকবে। অহেতুক অর্থ খরচ করতে যাবেন না। যাদের পেটের কোন সমস্যা রয়েছে তারা সচেতন থাকুন। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৯।