কর্কট রাশি (Cancer Rashifal) – ব্যবসায় লাভ পাবেন। কাজের জায়গায় উন্নতির সুযোগ পাবেন। নতুন কোন কাজে আবেদন করতে চাইলে আজ করা যেতে পারে। ছাত্রছাত্রীরা নিজের উপর ভরসা রাখার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৭।
সিংহ রাশি (Leo Horoscope) – যারা পার্টনারশিপে রয়েছেন তারা সচেতন থাকুন। ব্যবসায় বিগত দিনের ঘাটতি গুলো পূরণ করতে পারেন। আজ কেউ পরামর্শ না চাইলে তা দিতে যাবেন না।
পার্সোনাল ও প্রফেশনাল লাইফে সাবঞ্জস্য রেখে চলতে চেষ্টা করুন। সামাজিক ক্ষেত্রে কিছু বলার আগে আপনাকে সচেতন থাকতে হবে। পরিবারে কোনো বিষয় নিয়ে রাগ দেখাতে যাবেন না। স্বাস্থ্য আজ খারাপ হতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো কালো এবং শুভ সংখ্যা হল ২।
কন্যা রাশি (Virgo Rashifal) – প্রফেশনালি চিন্তাভাবনা করতে চেষ্টা করুন। নিজের কাজে মন দিতে চেষ্টা করুন। ওয়েব ডিজাইনার, অ্যাপ ডিজাইনার, সোশ্যাল মিডিয়া, ব্লগার, ইউটিউব তাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা লাভ পাবেন।
কাজের জায়গায় উন্নতির সুযোগ পাবেন। বস বা আধিকারিকদের সঙ্গে কথা হতে পারে। পার্সোনাল ও প্রফেশনাল লাইফে লাভ পেতে পারেন। পুরনো কোন রোগ কাটিয়ে উঠতে পারেন। অফিসিয়াল বা আন অফিসিয়াল কারনে ট্রাভেল করতে হতে পারে আপনাকে।