কর্কট রাশি – ব্যবসায় নতুন কোন স্ট্রাটেজি কাজে লাগাতে পারেন। যারা লোনের জন্য আবেদন করেছেন তারা লোন পেতে পারেন। বিনিয়োগের মাধ্যমে লাভ পাবেন। ছাত্রছাত্রীরা রুটিন মেনে চলতে চেষ্টা করুন। কোন কাজে তাড়াহুড়ো করতে যাবেন না। খরচে এবং ইনকামে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভরমহল হলুদ এবং শুভ সংখ্যা হল ১।
সিংহ রাশি – খরচ কমাতে চেষ্টা করুন। সেভিংস করার দিকে নজর দিন। কাজের জায়গায় কিছু ভুল হতে পারে। ওভার কনফিডেন্ট এর কারনে সমস্যায় পড়তে পারেন।
ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীরা পরিশ্রম অনুযায়ী ফল পাবেন। ধার্মিক কাজে রুচি বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৩।
কন্যা রাশি – ইনকাম কিভাবে পারবে সেদিকে নজর দিন। অলসতা দূর করতে চেষ্টা করুন। ব্যবসায় আজ ইনকাম বাড়বে। ব্যবসায় ম্যানেজমেন্ট ঠিক রাখার চেষ্টা করুন।
ছাত্র-ছাত্রীদের মন প্রসন্ন হবে। পারিবারিক জীবনে অকারণ সন্দেহ সম্পর্কে তিক্ততা আনতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৩