কর্কট রাশি (Cancer Rashifal) – খরচ কমাতে চেষ্টা করুন। বিনিয়োগ করতে চাইলে করতে পারেন। নতুন কোন কাজ যারা খুঁজছেন তারা কোথাও আবেদন করতে পারেন। দাম্পত্য জীবনে চেষ্টা করুন তর্কে না যাওয়ার।
যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন রয়েছে তাদের জন্য দিনটি কিছুটা প্রতিকুল থাকবে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি প্রতিকূল থাকবে। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ১।
সিংহ রাশি (Leo) – ব্যবসায় আজ জরুরি কাগজপত্র সামলে রাখতে চেষ্টা করুন। কাজের জায়গায় রাজনীতি থেকে দূরে থাকুন। পরিবারে খুশির বাতাবরণ বজায় রাখুন। দাম্পত্য জীবনে বা লাভ লাইফে তর্ক বিতর্কে যাবেন না অন্যথায় তা বড় আকার ধারণ করতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৫।
কন্যা রাশি (Virgo Horoscope) – কাজের জায়গায় বিরোধীদের থেকে সতর্ক থাকুন। আপনাকে আজ কেউ ফাঁসানোর চেষ্টা করতে পারে। সময় অপচয় করবেন না। অকারণে যাতে দৌড়ঝাপ করতে না হয় সেদিকে নজর দিন।
পরিবারে অহংকার দূর করতে চেষ্টা করুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে ট্রাস্ট ইস্যু হতে পারে। ছাত্রছাত্রীরা আলোচনা করে পড়ার মাধ্যমে লাভ পাবেন। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ৬।