কর্কট রাশি (Cancer Rashifal) – পুরনো শারীরিক বা মানসিক অসুস্থতা দূর করতে উদ্যোগী হতে হবে। ব্যবসায় গ্রাহক সংখ্যা বৃদ্ধির সাথে লাভও বাড়বে। কাজের জায়গায় আলস্যের কারণে সুযোগ হাতছাড়া হয়ে যাবে। সামাজিক ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে।
সপরিবার ধার্মিক স্থানে যেতে পারেন। লাইফ পার্টনার বা লাভ পার্টনারের ভাবনার মর্যাদা করুন। স্কিন প্রবলেম, অ্যালার্জি, ব্লাড প্রেশারের সমস্যা আজ হতে পারে। আজ আপনার শুভ রং হল হলুদ এবং শুভ সংখ্যা হল ১।
সিংহ রাশি (Leo) – আচমকা কোন ভাল কিছুর প্রাপ্তি হতে পারে। আটকে থাকা কাজে সাফল্য পাবেন। পার্টনারশিপের ব্যবসায় ছোটোখাটো বিষয় এড়িয়ে চলুন। কাজের জায়গায় অন্যদের সাহায্যে আপনার কাজ সম্পন্ন করতে পারবেন। সামাজিক ক্ষেত্রে খরচে লাগাম না দিলে মুশকিলে পড়বেন।
খাবার থেকে অ্যালার্জি হতে পারে। পরিবারে কোন বিষয় নিয়ে আপনার ওপর চাপ সৃষ্টি হতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য ভাল হবে। শিক্ষার্থীরা পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আজ আপনার শুভ রং হল কমলা এবং শুভ সংখ্যা হল ২।
কন্যা রাশি (Virgo Horoscope) – পরিবারের স্বাচ্ছন্দ্যের দিকে আজ একটু নজর দিতে হবে। ব্যবসায় আপনার অসচেতনতার কারণে অনেক লোকসান হতে পারে। আজ ভুল জায়গায় বিনিয়োগ করে ঠকতে পারেন। খরচে লাগাম দিতে হবে। কাজের জায়গায় পলিটিক্স থেকে দূরে থাকুন।
লাইফ পার্টনার বা লাভ পার্টনারের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। শিক্ষার্থীরা সময়ের অপচয় করে মনোকষ্টে ভুগবেন। সামাজিক মাধ্যমে আজ কিছু পোষ্ট না করা ভাল হবে। মাসেল পেনের কষ্টে ভুগতে পারেন। আজ আপনার শুভ রং হল হালকা হলুদ এবং শুভ সংখ্যা হল ৯।