কর্কট রাশি – কাছের কোন মানুষের সঙ্গে ঝগড়া করতে যাবেন না। ব্যবসায় আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। কাজের জায়গায় পরিশ্রমের ফল পাবেন আপনি। আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়াতে চেষ্টা করুন।
কাজের জায়গায় ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগাতে চেষ্টা করুন। ছাত্রছাত্রীরা আজ সফল হবেন। ট্রাভেল করার ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ এবং শুভ সংখ্যা হল ১।
সিংহ রাশি – খরচ কমাতে চেষ্টা করুন। ব্যবসায় ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগান। আজ কোন নতুন কাজ শুরু করতে চাইলে তার জন্যে দেখতে বেশ ভালো থাকবে বলা যায়।
কাজের জায়গায় দিনটি ভালো থাকবে। বিনিয়োগ করার সুযোগ পাবেন। ট্রাভেল করার ক্ষেত্রে সচেতন থাকুন। আজ আপনার জন্য শুভ রং হল নীল এবং শুভ সংখ্যা হল ৩।
কন্যা রাশি – আজ সন্তান সুখ পাবেন। আপনি নিজে সন্তান হলে বাবা মায়ের সঙ্গে সময় কাটান। ব্যবসায় নতুন লাভের জন্য কিছু আলাদা করতে হতে পারে। কাজের জায়গায় আজ চাপ কিছুটা কমবে। অযথা কারণে ট্রাভেল করতে যাবেন না।
কোথাও স্বাক্ষর করার আগে সেই ডকুমেন্ট ভালোভাবে পড়ে নিন। কাজের ধরনে কিছু পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। পার্সোনাল ও প্রফেশনাল লাইফে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে আপনাকে। আজ আপনার জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ৬।