কর্কট রাশি (Cancer Rashifal) – পরিবারের সুখ সুবিধার দিকে বিশেষ নজর দিন। ব্যবসায় নতুন ক্লাইন্ট পেতে পারেন। কাজের জায়গায় নতুন কোন কাজে হাত দিলে তাতে অধিক সময় দিতে হবে। মানসিক অশান্তি বা অস্থিরতা থাকবে।
জীবনসাথী বা লাভ পার্টনারের সঙ্গে মত ভেদ পারতে পারে। গাড়ি চালানোর সময় বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে। ট্রাভেল করতে চাইলে করা যেতে পারে অসুবিধের কিছু নেই। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ২।
সিংহ রাশি (Leo) – সাহসে বৃদ্ধি পাবে। ব্যবসায় হার্ডওয়ার্কের মাধ্যমে লাভ পাবেন। ব্যবসায় কিছু সমস্যা আসতে পারে। আজ কথা বলার সময় আপনাকে সংযত থাকতে হবে। চোখের
কোন সমস্যা দেখা দিতে পারে। পরিবারে কোন নতুন দায়িত্ব পেতে পারেন। দাম্পত্য জীবন ও লাভ লাইফ আজ ভালো থাকবে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৭।
কন্যা রাশি (Virgo Horoscope) – আজ প্রপার্টি সংক্রান্ত সমস্যা থাকলে তার সমাধানের চেষ্টা করুন। আইনিভাবে সচেতন থাকুন। হোটেল, রেস্তোরা, খাদ্য, পানীয়, গার্মেন্টস, স্পা, সেলুন, জিম ইত্যাদি ব্যবসায় লাভ পাবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং সিলভার এবং শুভ সংখ্যা হল ১।