কর্কট রাশি (Cancer Rashifal) – ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যারা ছোট কোন ব্যবসা করেন, ভাতের হোটেল, লজ, চায়ের দোকান, স্পা, কফি শপ, সেলুন ইত্যাদির ব্যবসা করেন তাদের জন্য দিনটি ভালো থাকবে।
আপনার কোন প্ল্যান কাউকে বলতে যাবেন না। কাজের জায়গায় সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে চেষ্টা করুন। দাম্পত্য জীবনে লাভ লাইফে দিনটি ভালো থাকবে। ক্যারিয়ারের জন্য দিনটি বেশ ভালো বলা যায়। আজ আপনার জন্য শুভ রং হলো কালো এবং শুভ সংখ্যা হল ৩।
সিংহ রাশি (Leo) – আমদানি রপ্তানি, ম্যানুফ্যাকচারিং, খাদ্য পানীয় ইত্যাদির ব্যবসা যারা করেন তারা আজ বড় কোনো প্ল্যানিং করার চেষ্টা করুন। কাজের জায়গায় ভালো পারফর্ম করতে পারবেন। চোখের কোন সমস্যা দেখা দিতে পারে।
পরিবারের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। জীবন সাথী বা লাভ পার্টনারের চিন্তা ভাবনার কদর করুন। আজ আপনার জন্য শুভ রং হল নীল এবং শুভ সংখ্যা হল ৫।
কন্যা রাশি (Virgo Horoscope) – নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। মৌন থাকতে হবে আপনাকে। ব্যবসায় লাভ পাবেন। ব্যবসায় মার্কেটিং টিমকে মজবুত করতে চেষ্টা করুন। দাম্পত্য জীবনে ও লাভ লাইফে প্রেম ভালবাসা বৃদ্ধি পাবে। ছাত্রছাত্রীরা অলসতা ত্যাগ করুন। আজ আপনার জন্য শুভ রঙ হল সবুজ এবং শুভ সংখ্যা হল ৪।