কর্কট রাশি – দাম্পত্য জীবনে বা লাভ লাইফে আজ কোন মতভেদ থাকলে তা দূর করুন। ব্যবসায় নতুন কোন অর্ডার পেতে পারেন। আপনার কনফিডেন্ট বেশি থাকবে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে।
ভাইরাল ফিবার দেখা দিতে পারে। আজ বাবা-মায়ের পরামর্শ শুনে চলার চেষ্টা করুন। সামাজিক ক্ষেত্রে রিলেশন সকলের সঙ্গে ভালো হবে। পার্সোনাল ও প্রফেশনাল লাইফে আজ ট্রাভেলস সম্ভব হবে। তবে খরচও বাড়বে আপনার। আজ আপনার জন্য শুভ রঙ হলো সিলভার এবং শুভ সংখ্যা হল ১।
সিংহ রাশি – খরচ কমাতে চেষ্টা করুন। যারা ট্যুর এন্ড ট্রাভেলস, হোটেল, রেস্তোরাঁ, জিম, সেলুন, স্পা ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত তারা লাভ পাবেন। কাজ সংক্রান্ত কোনো খুশির খবর পেতে পারেন। জয়েন্ট পেনের সমস্যা দেখা দিতে পারে।
দাম্পত্য জীবনে এবং লাভ লাইফে কোন পুরনো কথা মনে করতে পারেন। সামাজিক ক্ষেত্রে এমন কোন কাজ করতে যাবেন না যাতে আপনার ইমেজের ক্ষতি হয়। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি কিছুটা প্রতিকূল থাকবে। আজ আপনার জন্য শুভ রং হল লাল এবং শুভ সংখ্যা হল ৯।
কন্যা রাশি – আচমকা আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় কোন খুশির খবর পেতে পারেন। দাম্পত্য জীবনের ও লাভ লাইফে একসঙ্গে সময় কাটাবেন। পরিবারের কোনো সমস্যার সমাধান হবে। ছাত্রছাত্রীরা আজ তাড়াহুড়ো করে কোন কাজ করতে যাবেন না। স্বাস্থ্য নিয়ে আজ সচেতন থাকুন। আপনার জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা হল ৬।