কর্কট রাশি (Cancer Rashifal) – ব্যবসায় আর্থিক অনটন লক্ষ্য করতে পারেন। কাজের জায়গায় আজ কাউকে নিয়ে কোনো কটূ কথা বলতে যাবেন না। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা করে ফেলতে পারেন।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে কথা বলার সময় আপনাকে সংযত থাকতে হবে। স্বাস্থ্য ভালো থাকবে বলা যায়। সিলভার এবং শুভ সংখ্যা হল ৯।
সিংহ রাশি (Leo Horoscope) – যারা লোহা, বিল্ডিং মেটারিয়াল, মাইনিং ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত তারা আরো একটু বেশি প্রেস করার চেষ্টা করুন। ব্যবসায় খরচে বৃদ্ধি হবে। আজ আপনার মুড সুইমিং হতে পারে।
দাম্পত্য জীবনে বা লাভ লাইফে কোন কটূ কথা বলতে যাবেন না। অন্যথায় সম্পর্কে তিক্ততা আসতে পারে। আজ মাথার যন্ত্রনা দেখা দিতে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ৫।
কন্যা রাশি (Virgo Rashifal) – আচমকা আর্থিক লাভের যোগ রয়েছে। আটকে থাকা কাজে গতি আসবে। ব্যবসার কারণে আজ কোথাও ট্রাভেল করতে হতে পারে। আজ কাউকে সাহায্য করার সুযোগ পাবেন, এমন হলো সুযোগকে কাজে লাগান।
দাম্পত্য জীবন ও লাভ লাইফ রোমান্টিক থাকবে আজ। স্বাস্থ্য উন্নতি হবে। আজ আপনার জন্য শুভ রং হল লাল এবং শুভ সংখ্যা হল ৮।