কর্কট রাশি – আজ নতুন নতুন জিনিস জানার বা শেখার চেষ্টা করুন। কাজের জায়গায় কিছু পরিবর্তন করতে চাইলে করতে পারেন। কাজের জায়গায় নিজের যদি কোন টিম থেকে থাকে তাদের মোটিভেট করুন।
ব্যবসায় নতুন ক্লাইন্ট পেতে নতুন ট্র্যাটেজি গ্রহণ করতে হবে আপনাকে। দাম্পত্য জীবনে বা লাভ লাইফে যাতে বাদ বিবাদ না হয় সেদিকে নজর দিন। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৭।
সিংহ রাশি – জায়গা জমি নিয়ে কোন কাজ থাকলে তা করতে পারেন। কাজের জায়গায় আপনার ইনকাম বাড়তে পারে। ব্যবসায় নিজের রাগ প্রশমিত করতে চেষ্টা করুন। আপনার কথায় কেউ আজ কষ্ট পেতে পারেন। আজ খরচ বৃদ্ধি পেতে পারে আপনার। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হল ২।
কন্যা রাশি – আজ সাহসে বৃদ্ধি পাবে। উৎসাহ বাড়বে আপনার। কাজের জায়গায় দিনটি মিশ্র প্রকৃতির থাকবে। ব্যবসায় দিনটি ভালো থাকবে। তবে আজ কোন কাজে তাড়াহুড়ো করতে যাবেন না।
ছাত্রছাত্রীদের আজ কনফিউশন হতে পারে। কেনো নতুন কাজ শুরু করতে চাইলে বড়দের আশীর্বাদ নিতে চেষ্টা করুন। আজ ঠান্ডা জিনিস খাওয়া থেকে দূরে থাকুন। আপনার জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ২।