কর্কট রাশি – আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপে দায়িত্বের সঙ্গে আপনাকে কাজ করতে হবে। কাজের জায়গায় দিনটি বেশ ভালো থাকবে বলা যায়। বিরোধীরা পরাস্ত হবে।
ইনকাম বাড়তে পারে আপনার। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। জীবন সাথী বা লাভ পার্টনারের সঙ্গে শপিংয়ে যেতে পারেন। আজ আপনার জন্য শুভ রং হলো সোনালী এবং শুভ সংখ্যা হল ৮।
সিংহ রাশি – পরিবারের সুখ সুবিধার দিকে নজর দিন। ব্যবসায় আজ কম্পিটিশন বেশি থাকবে। কাজের জায়গায় সতর্ক থেকে আপনাকে কাজ করতে হবে। পরিবারে কথা বলার সময় সতর্ক থাকতে হবে। কি বলছেন তা ভেবে বলুন। খাওয়া দাওয়া নিয়ে সাবধান হতে হবে। আজ আপনার জন্য শুভ রঙ হল বেগুনি এবং শুভ সন্ধ্যা হল ৭।
কন্যা রাশি – ছোট বা বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। ব্যবসায় ইনকাম ভালো হবে। ব্যবসার প্রসারের জন্য আজ দিনটি ভালো। কাজের জায়গায় আজ দিনটি পজেটিভ থাকবে। স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে আপনাকে।
জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। পরিবারে হাসি খুশির বাতাবরণ বজায় থাকবে। ছাত্রছাত্রীরা হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে স্মার্ট ওয়ার্ক করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং রইল লাল এবং শুভ সংখ্যা হল ৫।