কর্কট রাশি (Cancer Rashifal) – আজ নৈতিক মূল্য পালন করতে হবে আপনাকে। কর্তব্য ঠিক ঠিক পালন করার চেষ্টা করুন। ব্যবসায় লাভ পাবেন। আর্থিক দিক মজবুত হবে। কাজের চাপ কিছুটা বাড়তে পারে। বাড়ির কাজে আপনার পার্টনার আপনাকে সাহায্য করবে। আজ আপনার জন্য শুভ রং হল হলুদ এবং শুভ সংখ্যা হল ১।
সিংহ রাশি (Leo Daily Horoscope) – আজ বুদ্ধির বিকাশ হবে। ইনোভেটিভ ও ক্রিয়েটিভ আইডিয়াকে কাজে লাগাতে পারবেন। ব্যবসায় লাভ পাবেন। ধার্মিক কাজে রুচি বাড়বে।
পজেটিভ থাকার চেষ্টা করুন। তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। শেয়ার বাজারে বিনিয়োগ করা শুভ হবে। আজ আপনার জন্য শুভ রং হলো বেগুনি এবং শুভ সংখ্যা হল ৭।
কন্যা রাশি (Virgo Rashifal) – নতুন কোন জিনিস শিখতে পারেন। নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। পার্টনারশিপ ব্যবসায় কোন সমস্যা দেখা দিতে পারে। কাজের জায়গায় আপনাকে নিয়ে কে কি ভাবলো তা নিয়ে আপনার মাথা ব্যথা না হওয়াই ভালো।
অফিসিয়াল কাজে কারোর উপর বিশ্বাস করতে যাবেন না। ছাত্র-ছাত্রীদের অলসতা আজ বেশি থাকবে। জীবন সাথী ও লাভ পার্টনারের সঙ্গে বাদ বিবাদ বাড়তে পারে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৬।