কর্কট রাশি – গ্রহন দোষের কারণে ব্যবসায় কিছু সমস্যা বাড়তে পারে। কাজের জায়গায় কারো সঙ্গে বাদ বিবাদে যাবেন না। বাদ বিবাদে গেলে আপনার সম্মানহানি হতে পারে।
কাজের জায়গায় আপনাকে অধিক পরিশ্রম করতে হবে। পরিবারে আপনাকে শান্ত থাকতে হবে। আজ আপনার জন্য শুভ রং হল হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হল ২।
সিংহ রাশি – আজ উৎসাহ বজায় রাখতে পারবেন। ব্যবসায় লাভ হবে আপনার। কাজের জায়গায় পরিশ্রম করলে সফলতা আসবে। কাজের জায়গায় দিনটি ভালো থাকবে বলা যায়।
জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে জীবন সাথী বা লাভ লাইফে লাভ পার্টনারের সাপোর্ট পাবেন। আজ আপনার জন্য শুভ রঙ হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ৬।
কন্যা রাশি – আজ আর্থিক সমস্যা বাড়তে পারে। কোথাও টাকা আটকে যেতে পারে। অহেতুক খরচ হয়ে যেতে পারে। ব্যবসার দিনটি মিশ্র প্রকৃতির থাকবে। কাজের জায়গায় সমস্যা দূর করতে পারবেন।
হালকা জ্বর বা গলার কোন সমস্যা দেখা দিতে পারে। ছাত্রছাত্রীরা অধিক প্রয়াস করতে চেষ্টা করুন। আজ আপনার জন্য শুভ রং হল সাদা এবং শুভ সংখ্যা হল ৮।