কর্কট রাশি – পরিবারের সুখ-সুবিধা বৃদ্ধির দিকে নজর দিন। পরিবারে আটকে থাকা কাজে গতি আসবে। কোন কাজে তাড়াহুড়ো করতে যাবেন না। পেশী সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
দাম্পত্য জীবনে ও লাভ লাইফে অধিক সময় কাটাতে চেষ্টা করুন। আপনার জন্য শুভ রং হল কালো এবং শুভ সংখ্যা হল ৭।
সিংহ রাশি – ভাই বোনের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। ব্যবসায় ইনকাম বৃদ্ধি পাবে। নতুন নতুন যোগাযোগ হতে পারে। ইনকাম বাড়ানোর কোন সুযোগ পাবেন। শরীরে ব্যথা অনুভব করতে পারেন।
নতুন কোন কাজ শুরু করতে পারেন। জীবন সাথী বা লাভ পার্টনারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আজ আপনার জন্য শুভ রং হলো মেরুন এবং শুভ সংখ্যা হল ১।
কন্যা রাশি – নৈতিক মূল্য পালন করতে হবে আপনাকে। ব্যবসায় লাভ পাবেন আপনি। কাজের জায়গায় ভালো প্রদর্শন করতে পারবেন। আজ কারোর কাজে কোন মন্তব্য করতে যাবেন না।
সামাজিক কাজে মান সম্মান পেতে পারেন। পার্সোনাল বা প্রফেশনাল কারণে ট্রাভেল করতে হতে পারে আপনাকে। আজ আপনার জন্য শুভ রং হল নীল এবং শুভ সংখ্যা হল ৪।